Train To Busan 2:PENINSULA (2020) Movie Review In Bangla
Train To Busan 2:PENINSULA (2020)




 

Movie Name - Train To Busan 2:PENINSULA

Director -Son Ho yeon

Cast-Dong won ganj,Hyun lee,Re lee,.,michaels

Writer-Joo Suk park,Sang ho yeon

Runtime-1hr 56min

Country-South korea

language-South korea

Genre -Thriller,Action,Horror

IMDb Rating- 5.5/10

Release Date-15/07/2020

 

য়ারা পরদে পরদে টুইস্ট লাইক করেন অথচ ট্রেন টু বুসান দেখেন নাই এইরকম মুভি লাভার হয়তো খুঁজে পাওয়া দুষ্কর।দীর্ঘ ৪বছরের অপেক্ষার পর বুসানের দ্বিতীয় সিকুয়েল পেনিনসুলা মুক্তি পেলো সম্প্রতি। তবে পেনিনসুলা দেখার সময় বুসানের কথা সম্পুর্ণ ভুলে দেখার অনুরোধ করবো।

 

মুভির প্লটঃ

 কোরিয়াতে এক নতুন ভাইরাস ছড়িয়ে যাওয়ায় মানুষ জোম্বিতে পরিণত হচ্ছে আর মানুষদেরও আক্রমণ করতেসে।তাই যারা আক্রান্ত হয় নাই তাদেরকে এবার আলদা করে পাশের দেশ হংকং এর রিফিউজি ক্যাম্পে নেওয়া হচ্ছে।মুভির নায়ক,তার পরিবার, হংকং যাওয়ার পূর্বে, এক পরিবার তাদের (নায়কের) সাথে নিয়ে যাওয়ার জন্য বললেও নায়ক না করেন।।পরে যে লঞ্চ করে হংকং যাওয়ার কথা সেখানে জোম্বির আক্রমণনে নায়কের ভাইয়ের স্ত্রী,ছেলে মারা যান।সৌভাগ্যক্রমে বেচে যায় নায়ক আর নিজের ভাই।হংকং আসার পর এক গ্যাংলিডার নায়ককে জানায় কোরিয়ার Peninsula এর একটা ট্র্যাকে ২০ মিলিয়ন ডলারের একটি ব্যাগ পরে আছে।অক্ষত অবস্থায় ঔটা আনতে পারলেই অর্ধেক ডলার তাদের।এখান থেকেই মুল কাহিনী শুরু।যেহেতু জম্বিরা রাতের অন্ধকারে দেখতে পায় নাহ বলে রাতেই রওনা দেয় নায়ক,তার ভাইসহ ৪জনের একটা গ্রুপ।ট্র্যাকে ব্যাগ খুঁজে পাওয়ার আগ পর্যন্ত ওই গ্রুপের কোনো বাধাবিপত্তিতে পরতে হয় নাহ।।৪ জনের একটা ভুলে ২জন জম্বিদের আক্রমণে মারা যায়, আর নায়ক তার ভাই সেই জায়গা থেকে আলদা হয়ে পরে।Peninsula তে কিছু স্থানীয় কোরিয়ান বেচে আছে যারা জোম্বিদের চেয়েও ভয়ংকর,যাদের হাতে আটকা পরে নায়কের ভাই।আর নায়ক আশ্রয় পাই এক মিলিটারি পরিবারে যারা হংকং নিয়ে যেতে বলেছিলো।এটটুক থাক।

নায়কের ভাই স্থানীয়দের সাথে কোন ধরনের সমস্যার পরে? নায়ক কি পারবে তার ভাইকে রক্ষা করতে? তাদের মিশনেরই ভাই সফলতা হয় নাকি? মিলিটারি পরিবারের অবস্থায় বাহ কি হয়?এইরকম আরো অনেক প্রশ্নের উত্তর আর জম্বি এটাকের সমন্বয়ে টুইস্টের স্বাদ পেতে দেখতে হবে এই মাস্টারক্লাস মুভিটি।

 

মুভির বিজিএম ছিলো এক্সট্রিম লেভেলের ভালো।সিনেমেটোগ্রাফি নিয়েও কোনো প্রশ্ন তুলা যাবে নাহ। জম্বি নিয়ে আমার দেখা Train To Busan,I Am The Legend,world war z,kingdom এসব মুভির চেয়ে এই মুভির জম্বির সিনগুলো পুরাই অন্য লেভেলের।কার চেজ,জম্বিদের সাথে এটাক,মিলিটারি পরিবারের পিচ্চি মেয়েটার অভিনয় বেশ উপভোগ করার মতো।। আর হ্যা,কোরিয়ান ফিল্ম দেখবেন অথচ পরিচালক আপনার সাথে ইমোশনাল টর্চার করবে না তা হয় নাকি।মুভির শেষ ১৫মিনিট দেখলে তা বুঝতে পারবেন।

মুভিটি কোরিয়ান ভাষায় বিভিন্ন মুভি ডাউনলোড সাইটে available আছে। হিন্দি ডাব আপাতত নেই তবে ইংরেজী সাব টাইটেল আছে। আর আপনি যদি কোরিয়ার ভাষা জানেন তবেতো কোন কথায় নেই ।

Happy watching


Post a Comment

أحدث أقدم