![]() |
Goodbye(2022) |
Movie: Goodbye
IMDB 8.5/10(Until Now)
মুভি শুরু হয় রাশমিকা কে দিয়ে। রাশমিকা একটা ক্লাবে পার্টি করছে অইখানে তার বাবা তাকে একের পর এক কল দিয়ে যাচ্ছে কিন্তু পাচ্ছে না এর পর সকালে আবার কল দেয় রাশমিকা উল্টো কথা বলে কল কেটে দেয়। কিন্তু বাসার দরজায় একজন এসে বলে গতকাল রাতে আপনার বাবা আপনাকে অনেক কল দিয়েছিলো আমি ধরছিলাম আপনার বাবা বলছে আপনার মা নাকি মারা গেছে।
এইটা শুনে সে সাথে সাথে তার বাবাকে আবার কল ব্যাক করে। এরপর সে চলে যায় তার মায়ের বাসায়।
রাশমিকা একজন বিজ্ঞানে বিশ্বাসী তাই একটা লাশ কে পা বেধে রাখা নাকে তুলা দিয়ে রাখা ইত্যাদি ইত্যাদি এসব রাশমিকা পছন্দ করেন না।
কিন্তু তার বাবা এসব করে তার মা এর আত্মা কে শান্তি দিতে চান।
এইভাবেই শুরু হয় গল্পের মূল কাহিনী।
পজিটিভ দিক বলতে
- নেনা গুপ্তা এবং অমিতাভ বচ্চন এর জুটি টা অনেক ভালো লেগেছে। রাশমিকা এর মতো একজন সাউথের সেরা অভিনেত্রী অব্দি নেনা গুপ্তা এর এক্টিং পারফরম্যান্স এর কাছে চাপা পড়েছে।
- এই মুভির মিউজিক ভালো ছিলো।
- বলিউড মানে এখন বেশীরভাগ রিমেক আর কপি কিন্তু এই মুভি একটু ভিন্ন এই মুভির গল্প কাহিনী সম্পূর্ণ ফ্রেশ এবং ইউনিক ছিল।
নেগেটিভ দিক
- গল্পের প্রেজেন্টেশন দূর্বল
- ডিরেকশন দূর্বল
- গল্প ফ্রেশ ছিলো কিন্তু রাইটিং এ অনেক দূর্বলতা ছিলো।
- এইটা ছিলো একটি EQ MOVIE তথা ইমোশনাল কুয়েশ্চন। কিন্তু পুরো মুভি জুড়ে তেমন কোনো ইমোশন আমি খুজে পাই নি।
- পুরো মুভি জুড়ে তেমন কোনো ভালো ডায়লগ ডেলিভারি আমি দেখতে পাই নি।
- আজকাল বেশীরভাগ বলিউড মুভিতে অমিতাভ বচ্চন কে দেখা যাচ্ছে সেইদিক থেকে গুডবাই তে ও অমিতাভ বচ্চন কে ডিফারেন্ট কোনো ক্যারেক্টর, ডিফারেন্ট কোনো এক্টিং স্কিল/লুক, এক কথায় অমিতাভ এর ডিফারেন্ট কিছুই ছিলো না।
- যদি রাশমিকা এর কথায় আসি তাহলে বলবো, রাশমিকা কে অনেকে অভার এক্টিং এর দোখান বলে সম্বোধন করে কিন্তু এই মুভিতে অভার এক্টিং টা ও দেখতে পাই নি এক কথায় রাশমিকার এক্টিং পারফরম্যান্স ছিলো প্রচুর দূর্বল।
- একটা ফ্রেশ গল্প দিয়ে একটা নাটক/একটা শর্ট ফিল্ম বানানো যায় কিন্তু একটা মুভি না।
- যদি রাশমিকা এর কথায় আসি তাহলে বলবো, রাশমিকা কে অনেকে অভার এক্টিং এর দোখান বলে সম্বোধন করে কিন্তু এই মুভিতে অভার এক্টিং টা ও দেখতে পাই নি এক কথায় রাশমিকার এক্টিং পারফরম্যান্স ছিলো প্রচুর দূর্বল।
- একটা ফ্রেশ গল্প দিয়ে একটা নাটক/একটা শর্ট ফিল্ম বানানো যায় কিন্তু একটা মুভি না।
সবশেষে একটা কথাই বলবো ওয়ানটাইম ওয়াচ মুভি। যদি আপনার হাতে অখন্ড অবসর থাকে তবে দেখতে পারেন মুভিটা। যেহেতু মুভিটি ওটিটি প্লাটফর্মে রিলিজ হয়েছে তাই ইন্টারনেট এ HD তে সকল সাইজে পাওয়া যাচ্ছে ।
إرسال تعليق