![]() |
FINCH (2021) Movie Review in Bangla |
MOVIE : FINCH (2021)
"You see, you can already tell me how many rivets are in the golden gate bridge, how many miles of cables were used and how high it is. But it's not until you actually stand on it and see the beauty and listen to the suspension cables singing in the wind, that's experience. That's human experience. "
— Weinberg Finch
A legendary dialogue
Genre : Sci-fi/Drama
Run time : 1h 55m
Imdb : 6.9 / 10
এককথায় এটি একটি মন ছুঁয়ে যাওয়া সাই ফাই সিনেমা। আমার কাছে এটি one of the best flim.
সিনেমার যে গল্প সেটি আসলে সাদামাটা। যারা অনেক সায়েন্স ফিকশন সিনেমা দেখেছেন, তাদের কাছে এ সিনেমাটি আহামরি কিছু না। তবে গল্পের মধ্যে অন্যরকম কিছু বিশেষত্ব আছে। এই যেমন এ গল্পে আপনি কিছু বাস্তবতা খুঁজে পাবেন। সিনেমার মধ্যে আপনি রোবট, মানুষ আর কুকুরের মধ্যে এক ধরণের সম্পর্ক দেখতে পারবেন। এ সম্পর্কের মধ্যেও কিছু গভীর কথা ও বাস্তবতা লুকিয়ে রয়েছে। তাদের চলার পথে বিভিন্ন কথাবার্তা ও কর্মকান্ডের মধ্যে আপনি যেমন মজা পাবেন, তেমনি তাদের কথাবার্তায় খুঁজে পাবেন বর্তামান কিছু বাস্তবতা ও আবহাওয়ার বিরূপ অবস্থার স্বীকার হওয়া ভবিষ্যৎ পৃথিবীর সম্পর্কে ধারণা।
এই সিনেমার অন্যতম পজেটিভ দিক হলো টম হ্যাঙ্কসের অভিনয়। তার অসাধারণ অভিনয় এ সিনেমার প্রাণ হয়ে দাড়িয়েছে। আরেকটি প্লাস পয়েন্টের কথা বললে, আমি বলব এ সিনেমায় টম হ্যাঙ্কস ও জেফ নামক রোবটের কথোপকথন। তাদের মধ্যে কথোপকথন দ্বারা এ সিনেমাটির কাহিনী অগ্রসর হতে থাকে। তাদের কথোপকথনে আমি বাস্তবের Experienced Generation আর New generation এর মিল খুঁজে পাই। টম হ্যাঙ্কসের দেয়া কিছু ডাইলগও আপনার ভালো লাগতে পারে। জেফের কিছু প্রশ্ন ও ফিঞ্চের দেয়া সেই প্রশ্নগুলোর উওরও আপনাকে মুগ্ধ করবে।
বলতে গেলে সিনেমাটিকে আপনি আনন্দের সাথে দেখতে পারবেন । এটি আপনি পরিবারের সঙ্গেও দেখতে পারেন। অসাধারণ এ সিনেমাটি আপনার ভালো লাগতে পারে। আশা করি এ সিনেমা আপনার খারাপ লাগবে না।
আরও বেশি বললে spoiler হয়ে যেতে পারে তাই এখানেই শেষ করছি।কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মুভিটি অনলাইন এ Available আছে যা বিভিন্ন সাইটে বিভিন্ন ভাষায় (মুভি ডাউনলোড ওযেবসাইট) পাওয়া যাচ্ছে।
Happy Watching....
إرسال تعليق