Vesper (2022) Movie Review Poster
Vesper (2022) Movie Review

Movie Name: Vesper (2022)
Rated: NR
Run Time:112 minutes
IMDb: 6.2(10) 
Cast:
Raffiella Chapman as Vesper
Eddie Marsan as Jonas
Rosy McEwen as Camellia
Richard Brake as Darius
Melanie Gaydos as Jug
Edmund Dehn as Elias
Matvej Buravkov as Boz
Marijus Demiskis as Oed
Markas Eimontas as Mo
Titas Rukas as Beck
Markas Sagaitis as Fitz

Director
Kristina Buozyte
Bruno Samper
Writer
Kristina Buozyte
Brian Clark
Bruno Samper
Cinematographer
Feliksas Abrukauskas
Editor
Suzanne Fenn
Composer
Dan Levy


"Vesper" মুভির শুরুতে ঘোষণা করেছে, একটি পরিবেশগত বিপর্যয় বিশ্বকে "নতুন অন্ধকার যুগের" সূচনা করেছে। এই নতুন অন্ধকার যুগের হয়েছে আসলে ভুল genetic engineering এর ফল।

ভেসপার হচ্ছে একটি ১৩ বছর বয়সী মেয়ের সম্পর্কে ডাইস্টোপিয়ান কল্পকাহিনি, যে তার প্রত্যাশার চেয়ে বেশি চায়। এবং ভেসপার এর বাবা বিরল রোগে আক্রান্ত এবং তিনি চলাফেরা করতে পারে না।

ভেসপার (রাফিয়েলা চ্যাপম্যান) একজন কৌতূহলী চরিত্র, যে তার নিজের খাদ্য বাড়াতে, শক্তির উৎসের জন্য যা তার অসুস্থ বাবাকে বাঁচিয়ে রাখার জন্য, এবং ভালবাসার জন্য যা তার অনুপস্থিত মাকে প্রতিস্থাপন করার জন্য। তিনটি ক্ষেত্রেই তার সম্ভাবনা ছিল খুব কম, কিন্তু এটি তার যা কিছু প্রয়োজন তার দিকে ময়লা ফেলা, পরীক্ষা করা এবং আলোচনা করা থেকে তাকে থামায় না।



তাদের টিকে থাকার জন্য প্রয়োজন খাদ্য। কিন্তু সেটারই অভাব ছিল তাদের। তারপর একদিন এক রহস্যময়ী নারীর আগমন ঘটে তাদের এলাকায়। ঘটনা ক্রমে ভেসপার তাকে বাচাঁয়। মুভিতে এই নারীর নাম Camellia. আসলে এই কেমেলিয়াই ভেসপার এর তথা সকল সমস্যার সমাধান। ভেসপার কি পারবে ক্যামেলিয়ার সাহায্য নিয়ে তাদের সকল সমস্যা সমাধান করতে? কিভাবে কি হল তা জানতে আপনাকে দেখতে হবে পুরো মুভিটি। 



হলিউড মুভি গুলোর মূল শক্তিশালী দিক থাকে এর Unique গল্প, সিনেমাটোগ্রাফি, BGM, কোরিওগ্রাফি, স্ক্রীনপ্লে, VFX ইত্যাদি যা এই মুভিতে সবগুলোই দারুণ ভাবে আছে।

এই মুভিটি শুধুমাত্র ইংরেজি ভাষায় রিলিজ হয়েছে। তাই যারা ইংরেজিতে দুর্বল তারা চাইলে বাংলা সাব দিয়ে দেখতে পারেন। Online  এ এই মুভিটি available আছে। 



যারা Science fiction genre এর মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য এই মুভিটা মাস্টারপিচ বলাই যায়। তাই আর দেরী কিসের আজই দেখতে বসে যান এই মুভিটি।

হ্যাপি ওয়াচিং।

Post a Comment

নবীনতর পূর্বতন