![]() |
Vikram-Vedha Movie Review 2022 |
Release date: September 30, 2022
Directors: GayatriPushkar
Writers: Benazir Ali Fida(dialogue) GayatriManoj Muntashir(dialogue)
Stars: Saif Ali Khan, Hrithik Roshan, Radhika Apte
IMDB 7.2/10
Run Time: 2h 40m
Genre: Action, Crime, Drama
বলিউডের গতানুগতিক অ্যাকশন সিনেমা ছেড়ে অনেকদিন পর বেশ অন্যরকম একটা ছবি পেল দর্শকরা, যেখানে Hrithik+action = deadly combination সেটা আরো একবার দেখা গেল!
ছবিটির গল্প দুজনকেই ঘিরে,স্পেশাল ফোর্স পুলিশ অফিসার বিক্রম এবং চতুর গ্যাংস্টার বেদা। বিক্রম ও তার দলের মুল লক্ষ্য বেদাকে ধরা কিন্তু প্রতিবার বেদা ধরা পড়ার পর বিক্রমকে একটা গল্প শোনায় তার জীবনের,আর গল্প শেষে একটা প্রশ্ন রেখে যায়।তার উত্তর খুঁজতে খুঁজতে বিক্রম ক্রমেই বেদাকে আরো ভালো জানতে পারে এবং সত্যিটা চোখের সামনে স্পষ্ট হয়,কিন্তু কি সেই সত্যি?সেটা জানতে হলে মুভিটা দেখতেই হবে।
যারা প্রথমবার দেখবেন তারা অবাক হয়ে গল্প আর বেদার ধাঁধায় অবাক হয়ে যাবেন,যারা সাউথের ছবিটি দেখেছেন তারা জানেনই গল্পটা,তারা পাবেন হৃত্বিক কে।
অনেকেই বলেছিলেন বিজয় সেতুপতির অসাধারন এই চরিত্র কি হৃত্বিক ফুটিয়ে তুলতে পারবেন?হৃত্বিক সেই কাজটা অবলীলায় করেছেন এবং নিজস্ব অরা রেখেছেন ছবিতে।যতবারই স্ক্রিনে এসেছেন ম্যাজিক ছড়িয়ে দিয়েছেন,বেয়ার্ড লুকে হৃত্বিকের হাসি বেদাকে অনেক বেশী শান দিয়েছে।
মাধবনের করা বিক্রম চরিত্রে সাঈফ ও অনবদ্য,তবে তার পাশে হৃত্বিক ছাপিয়ে গেছেন এইবার।সাউথের ছবিটিতে কয়েকটা জায়গা আরো পালিশ করা যেত যেটা এই ছবিতে পরিচালকদ্বয় করেছেন।
অনেকদিন পর বলিউডের একটা অনবদ্য গল্প সমৃদ্ধ ছবি বড় স্ক্রিনে দেখার সুযোগ এসেছে,একদম মিস করবেন না,MUST WATCH!
. যদিও বলিউড এ বর্তমানে রিমেক তৈরীর হিরিক চলছে এবং বিক্রম ভেদা মুভিটিও একটি রিমেক। তবে সব রিমেক যে খারাপ না তা বিক্রম ভেদাই জ্বলত্ব উদাহরণ। আর শেষ কথা এইটিই বলবো এক কথায় MUST WATCH! Movie
বর্তমানে বিক্রম ভেদা মুভির সুপার ক্লিন প্রিন্ট বিভিন্ন মুভি ডাউনলোড ওয়েবসাইট এ পাচ্ছেন। সেই প্রিন্ট কোয়ালিটি খুব ভালোই বলা চলে।
Happy Watching.........
একটি মন্তব্য পোস্ট করুন